ব্রুনাই থেকে জ্বালানি তেল আনতে চলছে প্রক্রিয়া: পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২২, 9:50 PM

ব্রুনাই থেকে জ্বালানি তেল আনতে চলছে প্রক্রিয়া: পররাষ্ট্রসচিব
ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের কমবেশি দেশই ভুগছে জ্বালানি সংকটে। বাংলাদেশও প্রচলিত উৎসের বাইরে থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছে। এরই ধারবাহিকতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপদেশ ব্রুনাই থেকে ডিজেল আমদানির বিষয়ে প্রক্রিয়া চলছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি ৩১ আগস্ট ব্রুনাইয়ে সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়ার ঢাকা সফরের আগে ব্রুনাইয়ে বসছে সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রসচিব।
পররাষ্ট্রসচিব জানিয়েছেন, ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের বিষয়ে তারিখ নির্ধারিত না হলেও অক্টোবরের মাঝামাঝি তিনি ঢাকা সফরে আসতে পারেন।
পররাষ্ট্র সচিব বলেন, ‘আন্তর্জাতিকভাবে জ্বালানির একটা সংকট তৈরি হয়েছে। ডিজেল আমদানির বিষয়ে ব্রুনাইয়ের সঙ্গে আলোচনা চলছে। আমরা চাইব, ব্রুনাই এ ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা করতে পারে কি না। এখন আমাদের বেশি চাহিদা ডিজেল। তাই ডিজেলের বিষয়ে সহযোগিতা পাওয়া যায় কি না, সেটা দেখব।’
এদিকে প্রথাগত বাজারের বাইরে থেকে ডিজেলের মতো জ্বালানি আমদানির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই প্রক্রিয়া সফল হলে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট থেকে বাংলাদেশ অনেকাংশে রেহাই পাবে।
জ্বালানি তেলের সংকট কেবল বাংলাদেশেরই নয়। বিশ্বের প্রায় সব দেশই এর ভুক্তভোগী। ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট এই সংকট মোকাবিলায় বাংলাদেশও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ব্যবহারে কাঁটছাট এনেছে সরকার।
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২২, 9:50 PM

ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের কমবেশি দেশই ভুগছে জ্বালানি সংকটে। বাংলাদেশও প্রচলিত উৎসের বাইরে থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছে। এরই ধারবাহিকতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপদেশ ব্রুনাই থেকে ডিজেল আমদানির বিষয়ে প্রক্রিয়া চলছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি ৩১ আগস্ট ব্রুনাইয়ে সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়ার ঢাকা সফরের আগে ব্রুনাইয়ে বসছে সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রসচিব।
পররাষ্ট্রসচিব জানিয়েছেন, ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের বিষয়ে তারিখ নির্ধারিত না হলেও অক্টোবরের মাঝামাঝি তিনি ঢাকা সফরে আসতে পারেন।
পররাষ্ট্র সচিব বলেন, ‘আন্তর্জাতিকভাবে জ্বালানির একটা সংকট তৈরি হয়েছে। ডিজেল আমদানির বিষয়ে ব্রুনাইয়ের সঙ্গে আলোচনা চলছে। আমরা চাইব, ব্রুনাই এ ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা করতে পারে কি না। এখন আমাদের বেশি চাহিদা ডিজেল। তাই ডিজেলের বিষয়ে সহযোগিতা পাওয়া যায় কি না, সেটা দেখব।’
এদিকে প্রথাগত বাজারের বাইরে থেকে ডিজেলের মতো জ্বালানি আমদানির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই প্রক্রিয়া সফল হলে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট থেকে বাংলাদেশ অনেকাংশে রেহাই পাবে।
জ্বালানি তেলের সংকট কেবল বাংলাদেশেরই নয়। বিশ্বের প্রায় সব দেশই এর ভুক্তভোগী। ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট এই সংকট মোকাবিলায় বাংলাদেশও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ব্যবহারে কাঁটছাট এনেছে সরকার।