কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকা ফেরত দিতে শহরজুড়ে মাইকিং

#
news image

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার শাকির হোসেন সৌরভ (২৭)। তিনি শহরের স্টেডিয়াম এলাকায় মদিনা মেশিনারিজ নামের ক্রোকারিজের দোকান চালান। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে নিজের গাড়ি নিয়ে বেড়াতে যান তিনি।

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক ধরে ফেরার পথে সড়কে একটি ব্যাগ দেখতে পেয়ে সেটি তুলে নেন তিনি। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করে ব্যাগের মালিককে না পেয়ে ফিরে আসেন তিনি। টাকার মালিকের খোঁজ পেতে শনিবার (২০ আগস্ট) ঠাকুরগাঁও শহরজুড়ে মাইকিং করছেন তিনি।

এ বিষয়ে শাকির হোসেন সাংবাদিকদের জানান, প্রতিদিন সন্ধ্যার আগে আগে তিনি প্রাইভেটকার চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে যান। গত বৃহস্পতিবার পঞ্চগড় মহাসড়ক ধরে ফেরার পথে একটি ব্যাগ পরে থাকতে দেখেন তিনি। সে সময় তিনি সেটা তুলে নেন। আশপাশে কোনো পথচারীকে না পেয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরে আসেন। পরে ব্যাগ খুলে সেখানে প্রায় পাঁচ লাখ টাকা দেখতে পান তিনি। সেখানে আর কোনো কাগজপত্র ছিল না। পরে ব্যাগটি নিজ হেফাজতে রেখে দেন।শুক্রবার পর্যন্ত কাউকে ওই ব্যাগের সন্ধান করতে না দেখে মাইকিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।

মাইকিং করেও প্রকৃত মালিক না পাওয়া গেলে টাকা থানায় জমা দেওয়া হবে বলেও জানান তিনি। কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে ওই যুবকের সততার প্রশংসা করছেন অনেকে।

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২,  12:04 AM

news image

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার শাকির হোসেন সৌরভ (২৭)। তিনি শহরের স্টেডিয়াম এলাকায় মদিনা মেশিনারিজ নামের ক্রোকারিজের দোকান চালান। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে নিজের গাড়ি নিয়ে বেড়াতে যান তিনি।

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক ধরে ফেরার পথে সড়কে একটি ব্যাগ দেখতে পেয়ে সেটি তুলে নেন তিনি। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করে ব্যাগের মালিককে না পেয়ে ফিরে আসেন তিনি। টাকার মালিকের খোঁজ পেতে শনিবার (২০ আগস্ট) ঠাকুরগাঁও শহরজুড়ে মাইকিং করছেন তিনি।

এ বিষয়ে শাকির হোসেন সাংবাদিকদের জানান, প্রতিদিন সন্ধ্যার আগে আগে তিনি প্রাইভেটকার চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে যান। গত বৃহস্পতিবার পঞ্চগড় মহাসড়ক ধরে ফেরার পথে একটি ব্যাগ পরে থাকতে দেখেন তিনি। সে সময় তিনি সেটা তুলে নেন। আশপাশে কোনো পথচারীকে না পেয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরে আসেন। পরে ব্যাগ খুলে সেখানে প্রায় পাঁচ লাখ টাকা দেখতে পান তিনি। সেখানে আর কোনো কাগজপত্র ছিল না। পরে ব্যাগটি নিজ হেফাজতে রেখে দেন।শুক্রবার পর্যন্ত কাউকে ওই ব্যাগের সন্ধান করতে না দেখে মাইকিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।

মাইকিং করেও প্রকৃত মালিক না পাওয়া গেলে টাকা থানায় জমা দেওয়া হবে বলেও জানান তিনি। কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে ওই যুবকের সততার প্রশংসা করছেন অনেকে।