বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে  ভয়াবহ অগ্নিকাণ্ড 

#
news image

বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে আমদানিকৃত ব্লিচিং পাউডার ভর্তি ৩টি ভারতীয় ট্রাকে আগুন লেগে সম্পূর্ন ভস্মিভুত হয়েছে। 
শনিবার ভোরে আগুনের এই সুত্রপাত ঘটে। 
বন্দরের নিরাপত্তারক্ষীরা জানায়, ভোরের দিকে সেহেরি শেষে হঠাৎ করে পাশাপাশি থাকা ভারতীয় ৩টি ট্রাকে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসার আগেই বি¬চিং পাউডার  ভর্তি ৩ টি ভারতীয়  ট্রাক সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। 
বেনাপোল  বন্দরের ডেপুটি ডাইরেক্টর মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পন্যচালানটি বুধবার ভারত থেকে ৩ টি ট্রাকে করে আমদানি হয়। ব্লিচিং পাউডার ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে। আগুন বর্তমানে  নিয়ন্ত্রণে রয়েছে তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহুর্তে বলা সম্ভব নয়। 
উল্লে¬খ্য গত ৫ মাস আগে ব্লি¬চিং পাউডার ভর্তি অনুরূপ  ভারতীয় একটি  ট্রাক আগুন লেগে ট্রাক ও মালামাল সম্পুর্ন পুড়ে যায়। 

প্রখ/ সাদ্দাম

 

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২২,  7:18 AM

news image

বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে আমদানিকৃত ব্লিচিং পাউডার ভর্তি ৩টি ভারতীয় ট্রাকে আগুন লেগে সম্পূর্ন ভস্মিভুত হয়েছে। 
শনিবার ভোরে আগুনের এই সুত্রপাত ঘটে। 
বন্দরের নিরাপত্তারক্ষীরা জানায়, ভোরের দিকে সেহেরি শেষে হঠাৎ করে পাশাপাশি থাকা ভারতীয় ৩টি ট্রাকে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসার আগেই বি¬চিং পাউডার  ভর্তি ৩ টি ভারতীয়  ট্রাক সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। 
বেনাপোল  বন্দরের ডেপুটি ডাইরেক্টর মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পন্যচালানটি বুধবার ভারত থেকে ৩ টি ট্রাকে করে আমদানি হয়। ব্লিচিং পাউডার ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে। আগুন বর্তমানে  নিয়ন্ত্রণে রয়েছে তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহুর্তে বলা সম্ভব নয়। 
উল্লে¬খ্য গত ৫ মাস আগে ব্লি¬চিং পাউডার ভর্তি অনুরূপ  ভারতীয় একটি  ট্রাক আগুন লেগে ট্রাক ও মালামাল সম্পুর্ন পুড়ে যায়। 

প্রখ/ সাদ্দাম