মহেশপুরে বিজিবিরি হাতে ১১ বাংলাদেশি  নাগরিককে আটক

#
news image

কোন বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের সীমান্তবর্তী মহেশপুরের মাটিলা বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকার সুন্দরপুর গ্রামের মাঠে মেহগিনি বাগান থেকে আটক করা হয় । এদের মধ্যে দুজন নারি এবং একজন শিশু রয়েছে বলে বিজিবির ব্যাটালিয়ন পরিচালকের উদ্ধৃতি দিয়ে সহকারি পরিচালক সাইফুল ইসলাম জানান। 

অ াটককৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটির মাছ ুরা বেগম (৩৪), মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি গ্রামের শিমলা বিশ^াস (১৯), তার মেয়ে মেঘা বিশ^াস ( ৪), যশোরের মনিরামপুরের গয়েশ^রপুরের উজ্জল হোসেন, নড়াইলের কালিয়া  উপজেলার মাধবপাশার ইপি মোল্যা (৫০), দক্ষিণগোবরার পিন্টু কুমার বিশ^াস ( ৫৬), গোপালগঞ্জের শেওড়াবাড়ির জয়মন্ত ভদ্র (৩৪), যশোরের বাঘডাঙ্গার প্রদীপ হালদার (২১), অভয়নগরের সিংগাড়ির আব্দুল আজিম (৪৭), খুলনার তেরখাদার কররিয়া গ্রামের হরিদাস বিশ^াস (২৫) এবং দিঘলিয়া উপজেলার মহিষদিয়ার রমজান শেখ (১৯)।  

বিজিবি কর্মকর্তা জানান, আটককৃতরা কোন বৈধ কাগজপত্র ছাড়াই দেশ্যাগ করে সীমান্ত পার হয়। কিছুদিন ভারতে অবস্থান করার পর আবার দেশে ফিরে আসে একই পথে। ফেরার পথে বিজিবির সদস্যদের হাতে আটক হবার পর আইনি প্রক্রিয়া শেষে মুক্তি পান। আটককৃতদের মধ্যে অনেকেই আছেন যারা একাধিকবার এমন অবস্থার শিকার হয়েছেন। এব্যাপারে মহেশপুর থানায় মামলা দায়েরের পর আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সহকারি পরিচালক সাইফুল ইসলাম জানান।

প্রখ/ সাদ্দাম

 

জাফর আলম, কক্সবাজার

১৩ এপ্রিল, ২০২২,  4:59 AM

news image
কোন বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে ১১ বাংলাদেশি নাগরিককে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুরের মাটিলা বিওপি এলাকার সুন্দরপুর গ্রামের মাঠে মেহগিনি বাগান থেকে আটক করেছে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। 

কোন বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের সীমান্তবর্তী মহেশপুরের মাটিলা বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকার সুন্দরপুর গ্রামের মাঠে মেহগিনি বাগান থেকে আটক করা হয় । এদের মধ্যে দুজন নারি এবং একজন শিশু রয়েছে বলে বিজিবির ব্যাটালিয়ন পরিচালকের উদ্ধৃতি দিয়ে সহকারি পরিচালক সাইফুল ইসলাম জানান। 

অ াটককৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটির মাছ ুরা বেগম (৩৪), মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি গ্রামের শিমলা বিশ^াস (১৯), তার মেয়ে মেঘা বিশ^াস ( ৪), যশোরের মনিরামপুরের গয়েশ^রপুরের উজ্জল হোসেন, নড়াইলের কালিয়া  উপজেলার মাধবপাশার ইপি মোল্যা (৫০), দক্ষিণগোবরার পিন্টু কুমার বিশ^াস ( ৫৬), গোপালগঞ্জের শেওড়াবাড়ির জয়মন্ত ভদ্র (৩৪), যশোরের বাঘডাঙ্গার প্রদীপ হালদার (২১), অভয়নগরের সিংগাড়ির আব্দুল আজিম (৪৭), খুলনার তেরখাদার কররিয়া গ্রামের হরিদাস বিশ^াস (২৫) এবং দিঘলিয়া উপজেলার মহিষদিয়ার রমজান শেখ (১৯)।  

বিজিবি কর্মকর্তা জানান, আটককৃতরা কোন বৈধ কাগজপত্র ছাড়াই দেশ্যাগ করে সীমান্ত পার হয়। কিছুদিন ভারতে অবস্থান করার পর আবার দেশে ফিরে আসে একই পথে। ফেরার পথে বিজিবির সদস্যদের হাতে আটক হবার পর আইনি প্রক্রিয়া শেষে মুক্তি পান। আটককৃতদের মধ্যে অনেকেই আছেন যারা একাধিকবার এমন অবস্থার শিকার হয়েছেন। এব্যাপারে মহেশপুর থানায় মামলা দায়েরের পর আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সহকারি পরিচালক সাইফুল ইসলাম জানান।

প্রখ/ সাদ্দাম