আগামী কাল পাবনা শিল্পকলা একাডেমির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২২, 8:17 AM

আগামী কাল পাবনা শিল্পকলা একাডেমির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী কাল বুধবার পাবনা পৌরসভায় নবনির্মিত শিল্পকলা একাডেমির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলা নববর্ষে পাবনাবাসীর জন্য এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উপহার। গণপূর্ত বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান জানান, ২০১৭ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে জেলা শহরের কাচারিপাড়া মহল্লায় চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। দরপত্র প্রক্রিয়া শেষে ২০১৭ সালের মে মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের নির্মাণকাজ শুরু করে। নির্মাণের সময় নির্ধারণ ছিল ২০১৮ সালের জুন মাস পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে সময় আরও এক বছর বাড়িয়ে ২০১৯ সালে জুন মাস পর্যন্ত করা হয়। এরপরও নির্মাণ শেষ হয়নি। ফলে দ্বিতীয় দফায় আবার ২০২০ সালে জুন মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।
নানা কারণে কাজে দীর্ঘসূত্রিতা হলেও এখন সম্পন্ন করা হয়েছে। এ ভবনে একটি মিলনায়তন, প্রশিক্ষণ কক্ষ ও একাডেমির নিজস্ব কার্যালয় রয়েছে। জেলা শিল্পকলা একাডেমি কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলায় শিল্পকলা একাডেমির নিজস্ব কার্যালয় ছিল না। জেলা পরিষদের কাছ থেকে মাসে ৮ হাজার টাকা ভাড়ায় তিনটি কক্ষ নিয়ে কার্যক্রম চলছিল। বর্তমানে সংগীত, নৃত্য, নাট্যকলাসহ বেশ কয়েকটি বিভাগে শিক্ষার্থী আছে প্রায় ৩০০ জন। জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মারুফা মঞ্জরি খান বলেন, ভাড়া ভবনের তিন কক্ষের একটিতে দাপ্তরিক কাজ করা হতো। বাকি দুটিতে চলতো প্রশিক্ষণ। অনেক সময় এক কক্ষেই সব বিভাগের প্রশিক্ষণ চালাতে হতো। কক্ষ সংকটে মাঝেমধ্যে উঠানে বসেও শিক্ষার্থীদের ক্লাস করতে হয়েছে। এ মিলনায়তনের অভাবে খোলামাঠে অনেক কর্মসূচি পালন করতে হতো। এখন সব সমস্যার সমাধান হওয়ায় জেলার সংস্কৃতি কর্মীরা খুশি।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, ২৪ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের সার্বিক প্রস্তুতি নেওয়া আছে। এরইমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম বিপ্লব, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
প্রখ/ সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২২, 8:17 AM

আগামী কাল বুধবার পাবনা পৌরসভায় নবনির্মিত শিল্পকলা একাডেমির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলা নববর্ষে পাবনাবাসীর জন্য এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উপহার। গণপূর্ত বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান জানান, ২০১৭ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে জেলা শহরের কাচারিপাড়া মহল্লায় চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। দরপত্র প্রক্রিয়া শেষে ২০১৭ সালের মে মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের নির্মাণকাজ শুরু করে। নির্মাণের সময় নির্ধারণ ছিল ২০১৮ সালের জুন মাস পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে সময় আরও এক বছর বাড়িয়ে ২০১৯ সালে জুন মাস পর্যন্ত করা হয়। এরপরও নির্মাণ শেষ হয়নি। ফলে দ্বিতীয় দফায় আবার ২০২০ সালে জুন মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।
নানা কারণে কাজে দীর্ঘসূত্রিতা হলেও এখন সম্পন্ন করা হয়েছে। এ ভবনে একটি মিলনায়তন, প্রশিক্ষণ কক্ষ ও একাডেমির নিজস্ব কার্যালয় রয়েছে। জেলা শিল্পকলা একাডেমি কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলায় শিল্পকলা একাডেমির নিজস্ব কার্যালয় ছিল না। জেলা পরিষদের কাছ থেকে মাসে ৮ হাজার টাকা ভাড়ায় তিনটি কক্ষ নিয়ে কার্যক্রম চলছিল। বর্তমানে সংগীত, নৃত্য, নাট্যকলাসহ বেশ কয়েকটি বিভাগে শিক্ষার্থী আছে প্রায় ৩০০ জন। জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মারুফা মঞ্জরি খান বলেন, ভাড়া ভবনের তিন কক্ষের একটিতে দাপ্তরিক কাজ করা হতো। বাকি দুটিতে চলতো প্রশিক্ষণ। অনেক সময় এক কক্ষেই সব বিভাগের প্রশিক্ষণ চালাতে হতো। কক্ষ সংকটে মাঝেমধ্যে উঠানে বসেও শিক্ষার্থীদের ক্লাস করতে হয়েছে। এ মিলনায়তনের অভাবে খোলামাঠে অনেক কর্মসূচি পালন করতে হতো। এখন সব সমস্যার সমাধান হওয়ায় জেলার সংস্কৃতি কর্মীরা খুশি।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, ২৪ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের সার্বিক প্রস্তুতি নেওয়া আছে। এরইমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম বিপ্লব, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
প্রখ/ সাদ্দাম