স্থানীয় নির্বাচন আগে মানে স্বৈরাচারের সমর্থকদের সুযোগ করে দেয়া: তারেক

#
news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার পেশাজীবীদের সম্মানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে বললেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের সমর্থকদের সুযোগ করে দেয়া, পুনর্বাসনের সুযোগ দেয়া।

তারেক রহমান বলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে রাজনীতিবিদদের হাতেই ক্ষমতার ভার বর্তায়। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো রাজনৈতিক উদ্দেশ্যমূলক। জনগণের গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি সংবিধানে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাব দিয়েছে। ২০১৬ সালে বেগম জিয়া এই প্রস্তাব দিয়েছিলেন।

তারেক বলেন বলেন, শেখ হাসিনা সংবিধানকে ইচ্ছেমতো কাটাছেঁড়া করেছে। সারা বিশ্ব দেখেছে পলাতক স্বৈরাচার সংবিধান না মেনে বারবার অবৈধভাবে ক্ষমতায় বসেছিল।

তিনি বলেন, মাফিয়া সরকারের পতনের পর অপার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেয়া উচিত হবে না, যেখানে পতিত স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পায়।

যারা সংস্কারের পর নির্বাচনের কথা বলে তাদের উদ্দেশে তিনি বলেন, যা শেষ হয়ে যায় তা সংস্কার নয়, বরং যা চলমান তাই সংস্কার।

অনলাইন ডেস্ক

২২ মার্চ, ২০২৫,  2:47 AM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার পেশাজীবীদের সম্মানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে বললেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের সমর্থকদের সুযোগ করে দেয়া, পুনর্বাসনের সুযোগ দেয়া।

তারেক রহমান বলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে রাজনীতিবিদদের হাতেই ক্ষমতার ভার বর্তায়। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো রাজনৈতিক উদ্দেশ্যমূলক। জনগণের গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি সংবিধানে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাব দিয়েছে। ২০১৬ সালে বেগম জিয়া এই প্রস্তাব দিয়েছিলেন।

তারেক বলেন বলেন, শেখ হাসিনা সংবিধানকে ইচ্ছেমতো কাটাছেঁড়া করেছে। সারা বিশ্ব দেখেছে পলাতক স্বৈরাচার সংবিধান না মেনে বারবার অবৈধভাবে ক্ষমতায় বসেছিল।

তিনি বলেন, মাফিয়া সরকারের পতনের পর অপার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেয়া উচিত হবে না, যেখানে পতিত স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পায়।

যারা সংস্কারের পর নির্বাচনের কথা বলে তাদের উদ্দেশে তিনি বলেন, যা শেষ হয়ে যায় তা সংস্কার নয়, বরং যা চলমান তাই সংস্কার।