চট্টগ্রামে  গৃহবধূ নির্যাতনের অভিযোগ

#
news image

চট্টগ্রামে পটিয়ায় প্রতিবেশীর ঘরের বেষ্টনিতে রান্না ঘরের ময়লা পানি ফেলায় তসলিমা আকতার (৩৭) নামে গৃহবধূকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রবাসী স্ত্রী ওই গৃহবধূ বাদী হয়ে গত শুক্রবার রাতে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তসলিমা আকতার জানান, পটিয়ার  কচুয়াই ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকার ফারুকের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আমাকে বিভিন্ন সময় নানা হুমকি ধমকির শিকার হতে হয়েছে। গত ২৭ আগস্ট আমি আমার রান্না ঘরের ময়লা পানি ঘরের পাশের ড্রেনে ফেলি। কিন্তু প্রতিবেশী ফারুক তার ঘরের বেড়ার টিনে ময়লা পানি ফেলার অভিযোগ এনে তার দুই ছেলে ও চাচাতো ভাইসহ কয়েকজনকে ডেকে এনে আমাকে বেদম মারধর করে।

মারধরে আমার হাত ও পায়ে গুরুতর জখম হয়। এসময় তারা আমাকে পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। এছাড়া আমাকে বেঁধে রাখার ছবি ও ভিডিও তাদের মোবাইল ফোনে ধারণ করে হেনস্থা করে। এসময় কয়েকজন প্রতিবেশী আমাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের ও মারতে উদ্যত হয় তারা। পরবর্তীতে স্থানীয়রা আমাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। তিনি আরোও বলেন, আমি একা একজন মহিলা মানুষকে এভাবে তারা নির্যাতন করবে তা কল্পনাও করতে পারিনি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জসিম উদ্দিন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম

০১ সেপ্টেম্বর, ২০২৪,  4:29 PM

news image

চট্টগ্রামে পটিয়ায় প্রতিবেশীর ঘরের বেষ্টনিতে রান্না ঘরের ময়লা পানি ফেলায় তসলিমা আকতার (৩৭) নামে গৃহবধূকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রবাসী স্ত্রী ওই গৃহবধূ বাদী হয়ে গত শুক্রবার রাতে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তসলিমা আকতার জানান, পটিয়ার  কচুয়াই ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকার ফারুকের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আমাকে বিভিন্ন সময় নানা হুমকি ধমকির শিকার হতে হয়েছে। গত ২৭ আগস্ট আমি আমার রান্না ঘরের ময়লা পানি ঘরের পাশের ড্রেনে ফেলি। কিন্তু প্রতিবেশী ফারুক তার ঘরের বেড়ার টিনে ময়লা পানি ফেলার অভিযোগ এনে তার দুই ছেলে ও চাচাতো ভাইসহ কয়েকজনকে ডেকে এনে আমাকে বেদম মারধর করে।

মারধরে আমার হাত ও পায়ে গুরুতর জখম হয়। এসময় তারা আমাকে পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। এছাড়া আমাকে বেঁধে রাখার ছবি ও ভিডিও তাদের মোবাইল ফোনে ধারণ করে হেনস্থা করে। এসময় কয়েকজন প্রতিবেশী আমাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের ও মারতে উদ্যত হয় তারা। পরবর্তীতে স্থানীয়রা আমাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। তিনি আরোও বলেন, আমি একা একজন মহিলা মানুষকে এভাবে তারা নির্যাতন করবে তা কল্পনাও করতে পারিনি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জসিম উদ্দিন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।