উজিরপুরে জমি দখলের জেরে সেনা সদস্যকে কুপিয়ে জখম

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর, বরিশাল
০৮ জুলাই, ২০২৪, 8:36 PM

উজিরপুরে জমি দখলের জেরে সেনা সদস্যকে কুপিয়ে জখম
বরিশালে উজিরপুরে জমি দখলের জেরে সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,৮ জুলাই সকাল ৮ টার দিকে উপজেলার চকমান গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র অলিউর রহমান (৫৫) ২০-২৫ জন লোক নিয়ে তার ক্রয় কৃত জমি দখল করতে গেলে একই গ্রামের নুর মোহাম্মদ হাওলাদার এর পুত্র ইয়ার হোসেন হাওলাদার বাধা প্রদান করে। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ঘটে। এ সময় ইয়ার হোসেন হাওলাদার তার হাতে থাকা দা দিয়ে অবঃ সেনা সদস্য মনির হোসেন খান (৪৫) কে বাম হাত লক্ষ্য করে কোপ দিলে তার হাতের আঙ্গুল অর্ধ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় আহত হন কমপক্ষে ১০ জন। গুরুতর আহত মনির হোসেন কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর, বরিশাল
০৮ জুলাই, ২০২৪, 8:36 PM

বরিশালে উজিরপুরে জমি দখলের জেরে সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,৮ জুলাই সকাল ৮ টার দিকে উপজেলার চকমান গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র অলিউর রহমান (৫৫) ২০-২৫ জন লোক নিয়ে তার ক্রয় কৃত জমি দখল করতে গেলে একই গ্রামের নুর মোহাম্মদ হাওলাদার এর পুত্র ইয়ার হোসেন হাওলাদার বাধা প্রদান করে। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ঘটে। এ সময় ইয়ার হোসেন হাওলাদার তার হাতে থাকা দা দিয়ে অবঃ সেনা সদস্য মনির হোসেন খান (৪৫) কে বাম হাত লক্ষ্য করে কোপ দিলে তার হাতের আঙ্গুল অর্ধ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় আহত হন কমপক্ষে ১০ জন। গুরুতর আহত মনির হোসেন কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।