নিরুত্তাপ নির্বাচনে ভোটার খরা - সংঘাত- অনিয়ম, তবু তুষ্ট ইসি

#
news image

সংঘাত, ধাওয়া-পাল্টা ধাওয়া, কেন্দ্র দখলের চেষ্টা ও জালভোটের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। ইসির তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাচনের ভোটগ্রহণের দিন ১০ হাজার ৩৯৯ কেন্দ্রে সব মিলিয়ে ৩৪টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আর এতে আহত হয়েছে ২৫ জন। এসব ঘটনায় ৩৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ৮ নং কেন্দ্র দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৩ নং কেন্দ্র যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুইটিতে দুস্কৃতকারীদের হামলার কারণে প্রিসাইডিং অফিসার ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।  

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে দেশের ১৩৯টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এরমধ্যে ২২ উপজেলার ভোট হয়েছে ইভিএমে।  ইভিএমের ধীরগতির কারণে বিড়ম্বনায় পড়েন ভোটাররা। কিছু কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট হতেও দেখা গেছে। দিনের শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  উপস্থিতি বাড়তে থাকে।  কিছু কিছু এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  অনেক স্থানে জালভোট, ককটেল বিস্ফোরণ, পুলিশের সঙ্গে গোলাগুলি, কেন্দ্র দখল ও ভোটদানে প্রভাবিতের ঘটনা ঘটেছে। কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ তুলে কুমিল্লার মনোহরগঞ্জে ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে ভোটের চিত্র তুলে ধরা হলো-

মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়নের  এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ঘোড়া প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। সকালে  উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ছাড়া মঘাদিয়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন এই কেন্দ্রের  প্রধান সমন্বয়ক তোফায়েল উল্যাহ চৌধুরী নাজমুল ও হামিদ উল্যাহ চৌধুরীসহ ৪ জন। মারধরের অভিযোগ এনে চিফ এজেন্ট এস এম সরোয়ার উদ্দিন বলেন, কেন্দ্রে আমাদের ১০ জন এজেন্ট ছিল। খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাবিব হাসান কেন্দ্রে প্রবেশ করে আমাদের এজেন্টদের বের করে দেন।

জালভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে।  উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকহাত আরা। আটককৃতরা হলেন-সহকারী প্রিসাইডিং অফিসার মুক্তি রানী হাওলাদার, পোলিং অফিসার মুন্নী বড়ুয়া ও সমীর চন্দ্র দাশ।

গজারিয়া : মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্রের ১৫০ গজের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। দুপুর দেড়টার দিকে হোসেন্দী ইউনিয়নের ২ নং ইসমানীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের মাঠে এই ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে কেন্দ্রটির পশ্চিম পাশে মাঠে দুই চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ও মনসুর আহম্মেদ খান জিন্নাহর সমর্থকরা অবস্থান নেয়। উভয় পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা তৈরি হয়। এ সময় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে  উভয় পক্ষকে ছাত্র ভঙ্গ করে দেয়।

ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা এবং ব্যালট ছেঁড়ার অভিযোগে দুপুর ২টা থেকে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে প্রশাসন। দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে ভোটগ্রহণ চালু করা হলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকরা জোরপূর্বক কেন্দ্র  দখল করার চেষ্টা করে। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে শটগানের গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য। আত্মরক্ষার্থে পুলিশ এবং বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করেন। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

নরসিংদী : নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ১৭৩ নং কাকুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ও কাপ-পিরিচ প্রতীকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছে। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেন্দ্রটিতে সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ভোট চলাকালীন দুপুর ২টার দিকে নরসিংদী সদর উপজেলার চৈতাব  প্রাইমারি স্কুলের ভোটকেন্দ্র এলাকায়  কাপ-পিরিচ ক্যাম্পে আনারস প্রতীকের সমর্থকরা প্রথমে হামলা চালায়। এ সময় আনারস প্রতীকের সমর্থকরা কাপ-পিরিচ প্রতীকের সমর্থককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ খবর পাঁচদোনা স্কুলের ভোটকেন্দ্রে  পৌঁছলে কাপ-পিরিচ প্রতীকের সমর্থকরা আনারস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। পরে উভয় পক্ষের সমর্থকরা হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে।

চাঁপাইনবাবগঞ্জ : জেলার ভোলাহাট উপজেলার পাঁচটিকরী আলিম মাদরাসা ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী আবদুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন।

কিশোরগঞ্জ :  জেলার পাকুন্দিয়া উপজেলার সনমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।

সুনামগঞ্জ : জেলার শাল্লায় চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

হবিগঞ্জ : হবিগঞ্জে জালভোট দেওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে র‌্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে পৃথক দুইটি কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান।

মেহেরপুর :  জালভোট দেওয়ার অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচনে তিনজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে বাগোয়ান  প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৃথক ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

ফেনী : জেলার ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুইটি ভোটকেন্দ্র থেকে ১১ কিশোরকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে  উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয় ও গাবতলা হাজি আমীর হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হ

বগুড়া : জেলার গাবতলীতে রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার বাইরে দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসার ও আনারস প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে মাঝপাড়া কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।  নারুয়ামালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া মার্কার দুই সমর্থককে ছুরিকাঘাতসহ মারপিটে আহত করা হয়েছে। আহতরা হলেন-লুৎফর রহমান (৪৫) ও রফিকুল ইসলাম (৪২)। ছুরিকাহত দুইজনই গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া প্রতীক) অরুণ কান্তি রায় সিটনের সমর্থক।

গাইবান্ধা : কেন্দ্র দখলসহ নানা অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী জি.এম. সেলিম পারভেজ ভোট বর্জন করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘোষণা দেন এ চেয়ারম্যান প্রার্থী। সেলিম পারভেজ বলেন, সকালে ফুলছড়ির বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি ভালো। তবে দিন গড়াতেই ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, জোরপূর্বক অন্যের ভোট দেওয়ার অভিযোগ আসতে থাকে। এ ছাড়া গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ভোটকে প্রভাবিত করেছেন। তার কর্মী-সমর্থকরা সংসদ সদস্য সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. আবু সাঈদের পক্ষে উপজেলার ৬০টি কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ৩০টি কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ব্যালটে সিল মারে। সেলিম পারভেজ ফুলছড়ি উপজেলার বর্তমান চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার সরাইলে জালভোট দেওয়াসহ ভোটারদের প্ররোচিত করার দায়ে দুই পুলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ।

শরীয়তপুর : জেলার নড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনে দুপুরে ভোজেশ্বর ইউনিয়নের ২২ নং দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়  ভোট কেন্দ্রের মাঠে ঘুরে বেড়াচ্ছে কুকুর-ছাগল। কোনো ভোটার উপস্থিতি নেই কেন্দ্রটিতে। বুথের কাপড়ের ওপর দিয়ে এক নারী ভোটারকে ভোট প্রয়োগ করতে প্রভাবিত করতে দেখা গেছে অন্য এক নারীকে।

কুমিল্লা : জেলার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।  তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নিজ এজেন্টদেরকে কেন্দ্রে আসতে না দেওয়া, কেন্দ্র দখলসহ নানা অভিযোগ এনে দুপুর ১২টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। তবে এ নির্বাচনের অপর প্রার্থীরা এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

সিলেট : দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট সদর উপজেলার খাদিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দলবেঁধে নারীদের ৩টি বুথে ঢুকে জালভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় নির্বাচনি কর্মকর্তারা ভয়ে প্রিসাইডিং অফিসারের কক্ষে চলে যান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে অবস্থান করে। এ সময় বিশৃঙ্খলার কারণে কোনো ভোটার উপস্থিত ছিল না। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন স্ট্রাইকিং ফোর্স ওই কেন্দ্র ত্যাগ করে। পরে আবারও ছাত্রলীগ নেতাকর্মীরা কেন্দ্রে ঢুকে জালভোট দেওয়ার চেষ্টা করে। এক পুলিশ সদস্য বাধা দিতে গেলে বাকবিতণ্ডায় লিপ্ত হন কর্মী-সমর্থকরা। তারা পুলিশ সদস্যকে টানাহেঁচড়া শুরু করেন। এ সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশের মারমুখী অবস্থানের কারণে নেতাকর্মীরা কেন্দ্র ত্যাগ করেন। ছাত্রলীগের বিশৃঙ্খল পরিস্থিতিতে কেন্দ্র পরিদর্শনে গিয়ে কিছুক্ষণ আটকা পড়েন সাবেক উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী। পরে পরিস্থিতি শান্ত হলে তিনি কেন্দ্র ত্যাগ করেন।

নাগরিক প্রতিবেদন

০৯ মে, ২০২৪,  1:21 PM

news image

সংঘাত, ধাওয়া-পাল্টা ধাওয়া, কেন্দ্র দখলের চেষ্টা ও জালভোটের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। ইসির তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাচনের ভোটগ্রহণের দিন ১০ হাজার ৩৯৯ কেন্দ্রে সব মিলিয়ে ৩৪টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আর এতে আহত হয়েছে ২৫ জন। এসব ঘটনায় ৩৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ৮ নং কেন্দ্র দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৩ নং কেন্দ্র যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুইটিতে দুস্কৃতকারীদের হামলার কারণে প্রিসাইডিং অফিসার ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।  

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে দেশের ১৩৯টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এরমধ্যে ২২ উপজেলার ভোট হয়েছে ইভিএমে।  ইভিএমের ধীরগতির কারণে বিড়ম্বনায় পড়েন ভোটাররা। কিছু কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট হতেও দেখা গেছে। দিনের শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  উপস্থিতি বাড়তে থাকে।  কিছু কিছু এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  অনেক স্থানে জালভোট, ককটেল বিস্ফোরণ, পুলিশের সঙ্গে গোলাগুলি, কেন্দ্র দখল ও ভোটদানে প্রভাবিতের ঘটনা ঘটেছে। কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ তুলে কুমিল্লার মনোহরগঞ্জে ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে ভোটের চিত্র তুলে ধরা হলো-

মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়নের  এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ঘোড়া প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। সকালে  উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ছাড়া মঘাদিয়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন এই কেন্দ্রের  প্রধান সমন্বয়ক তোফায়েল উল্যাহ চৌধুরী নাজমুল ও হামিদ উল্যাহ চৌধুরীসহ ৪ জন। মারধরের অভিযোগ এনে চিফ এজেন্ট এস এম সরোয়ার উদ্দিন বলেন, কেন্দ্রে আমাদের ১০ জন এজেন্ট ছিল। খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাবিব হাসান কেন্দ্রে প্রবেশ করে আমাদের এজেন্টদের বের করে দেন।

জালভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে।  উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকহাত আরা। আটককৃতরা হলেন-সহকারী প্রিসাইডিং অফিসার মুক্তি রানী হাওলাদার, পোলিং অফিসার মুন্নী বড়ুয়া ও সমীর চন্দ্র দাশ।

গজারিয়া : মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্রের ১৫০ গজের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। দুপুর দেড়টার দিকে হোসেন্দী ইউনিয়নের ২ নং ইসমানীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের মাঠে এই ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে কেন্দ্রটির পশ্চিম পাশে মাঠে দুই চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ও মনসুর আহম্মেদ খান জিন্নাহর সমর্থকরা অবস্থান নেয়। উভয় পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা তৈরি হয়। এ সময় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে  উভয় পক্ষকে ছাত্র ভঙ্গ করে দেয়।

ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা এবং ব্যালট ছেঁড়ার অভিযোগে দুপুর ২টা থেকে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে প্রশাসন। দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে ভোটগ্রহণ চালু করা হলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকরা জোরপূর্বক কেন্দ্র  দখল করার চেষ্টা করে। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে শটগানের গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য। আত্মরক্ষার্থে পুলিশ এবং বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করেন। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

নরসিংদী : নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ১৭৩ নং কাকুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ও কাপ-পিরিচ প্রতীকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছে। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেন্দ্রটিতে সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ভোট চলাকালীন দুপুর ২টার দিকে নরসিংদী সদর উপজেলার চৈতাব  প্রাইমারি স্কুলের ভোটকেন্দ্র এলাকায়  কাপ-পিরিচ ক্যাম্পে আনারস প্রতীকের সমর্থকরা প্রথমে হামলা চালায়। এ সময় আনারস প্রতীকের সমর্থকরা কাপ-পিরিচ প্রতীকের সমর্থককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ খবর পাঁচদোনা স্কুলের ভোটকেন্দ্রে  পৌঁছলে কাপ-পিরিচ প্রতীকের সমর্থকরা আনারস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। পরে উভয় পক্ষের সমর্থকরা হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে।

চাঁপাইনবাবগঞ্জ : জেলার ভোলাহাট উপজেলার পাঁচটিকরী আলিম মাদরাসা ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী আবদুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন।

কিশোরগঞ্জ :  জেলার পাকুন্দিয়া উপজেলার সনমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।

সুনামগঞ্জ : জেলার শাল্লায় চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

হবিগঞ্জ : হবিগঞ্জে জালভোট দেওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে র‌্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে পৃথক দুইটি কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান।

মেহেরপুর :  জালভোট দেওয়ার অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচনে তিনজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে বাগোয়ান  প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৃথক ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

ফেনী : জেলার ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুইটি ভোটকেন্দ্র থেকে ১১ কিশোরকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে  উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয় ও গাবতলা হাজি আমীর হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হ

বগুড়া : জেলার গাবতলীতে রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার বাইরে দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসার ও আনারস প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে মাঝপাড়া কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।  নারুয়ামালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া মার্কার দুই সমর্থককে ছুরিকাঘাতসহ মারপিটে আহত করা হয়েছে। আহতরা হলেন-লুৎফর রহমান (৪৫) ও রফিকুল ইসলাম (৪২)। ছুরিকাহত দুইজনই গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া প্রতীক) অরুণ কান্তি রায় সিটনের সমর্থক।

গাইবান্ধা : কেন্দ্র দখলসহ নানা অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী জি.এম. সেলিম পারভেজ ভোট বর্জন করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘোষণা দেন এ চেয়ারম্যান প্রার্থী। সেলিম পারভেজ বলেন, সকালে ফুলছড়ির বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি ভালো। তবে দিন গড়াতেই ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, জোরপূর্বক অন্যের ভোট দেওয়ার অভিযোগ আসতে থাকে। এ ছাড়া গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ভোটকে প্রভাবিত করেছেন। তার কর্মী-সমর্থকরা সংসদ সদস্য সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. আবু সাঈদের পক্ষে উপজেলার ৬০টি কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ৩০টি কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ব্যালটে সিল মারে। সেলিম পারভেজ ফুলছড়ি উপজেলার বর্তমান চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার সরাইলে জালভোট দেওয়াসহ ভোটারদের প্ররোচিত করার দায়ে দুই পুলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ।

শরীয়তপুর : জেলার নড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনে দুপুরে ভোজেশ্বর ইউনিয়নের ২২ নং দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়  ভোট কেন্দ্রের মাঠে ঘুরে বেড়াচ্ছে কুকুর-ছাগল। কোনো ভোটার উপস্থিতি নেই কেন্দ্রটিতে। বুথের কাপড়ের ওপর দিয়ে এক নারী ভোটারকে ভোট প্রয়োগ করতে প্রভাবিত করতে দেখা গেছে অন্য এক নারীকে।

কুমিল্লা : জেলার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।  তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নিজ এজেন্টদেরকে কেন্দ্রে আসতে না দেওয়া, কেন্দ্র দখলসহ নানা অভিযোগ এনে দুপুর ১২টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। তবে এ নির্বাচনের অপর প্রার্থীরা এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

সিলেট : দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট সদর উপজেলার খাদিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দলবেঁধে নারীদের ৩টি বুথে ঢুকে জালভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় নির্বাচনি কর্মকর্তারা ভয়ে প্রিসাইডিং অফিসারের কক্ষে চলে যান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে অবস্থান করে। এ সময় বিশৃঙ্খলার কারণে কোনো ভোটার উপস্থিত ছিল না। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন স্ট্রাইকিং ফোর্স ওই কেন্দ্র ত্যাগ করে। পরে আবারও ছাত্রলীগ নেতাকর্মীরা কেন্দ্রে ঢুকে জালভোট দেওয়ার চেষ্টা করে। এক পুলিশ সদস্য বাধা দিতে গেলে বাকবিতণ্ডায় লিপ্ত হন কর্মী-সমর্থকরা। তারা পুলিশ সদস্যকে টানাহেঁচড়া শুরু করেন। এ সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশের মারমুখী অবস্থানের কারণে নেতাকর্মীরা কেন্দ্র ত্যাগ করেন। ছাত্রলীগের বিশৃঙ্খল পরিস্থিতিতে কেন্দ্র পরিদর্শনে গিয়ে কিছুক্ষণ আটকা পড়েন সাবেক উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী। পরে পরিস্থিতি শান্ত হলে তিনি কেন্দ্র ত্যাগ করেন।