মধুখালীর ঘটনায় সরাসরি সম্পৃক্তদের ধরিয়ে দিতে পারলে জেলা প্রশাসনের পুরস্কার ঘোষণা

#
news image

আলোচিত ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে প্রতিমায় আগুন ও দুই ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ আসাদুজ্জামান তপন এবং ইউপি সদস্য অজিত বিশ্বাসের সম্পৃক্ততার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়ায় দুই জনকে ধরার সর্বোচ্চ চেষ্টা চলাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এয়ারপোর্ট-বন্দর এবং বর্ডারে সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসক জানান, ইউপি চেয়ারম্যান ইতিপূর্বে একাধিক অন্যায় করে পার পেয়ে গিয়েছে,পঞ্চপল্লীর হামলার ফুটেছে চেয়ারম্যানের সম্পৃক্ততা প্রাথমিক প্রমাণ মিলেছে।  (২৬ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় কাল এ কথা বলেন জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার। তিনি আরো বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যান ও মেম্বারকে তাদেন দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পত্র দেয়া হয়েছে।  এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ জেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা।

 

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর

২৭ এপ্রিল, ২০২৪,  5:22 PM

news image

আলোচিত ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে প্রতিমায় আগুন ও দুই ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ আসাদুজ্জামান তপন এবং ইউপি সদস্য অজিত বিশ্বাসের সম্পৃক্ততার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়ায় দুই জনকে ধরার সর্বোচ্চ চেষ্টা চলাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এয়ারপোর্ট-বন্দর এবং বর্ডারে সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসক জানান, ইউপি চেয়ারম্যান ইতিপূর্বে একাধিক অন্যায় করে পার পেয়ে গিয়েছে,পঞ্চপল্লীর হামলার ফুটেছে চেয়ারম্যানের সম্পৃক্ততা প্রাথমিক প্রমাণ মিলেছে।  (২৬ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় কাল এ কথা বলেন জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার। তিনি আরো বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যান ও মেম্বারকে তাদেন দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পত্র দেয়া হয়েছে।  এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ জেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা।