আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাকুরা পরিবহন চেয়ারম্যান হুমায়ুরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর, বরিশাল
২৪ এপ্রিল, ২০২৪, 7:11 PM

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাকুরা পরিবহন চেয়ারম্যান হুমায়ুরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা নামস্থানে সাকুরা পরিবহন প্রাইভেট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরদ্ধে আদালতে নিষেধাজ্ঞ অমান্য করে ৪ দিনধরে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে ব্যবসায়ী ও আমেরিকান প্রবাসীর দুজনের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা নামস্থানে ৮৬নং শিকারপুর মৌজার ২৩৩/২৩৫ নং খতিয়ানের ১৮৯,১৯০,১৯১,১৯২ নং দাগের ১ একর ৫ শতাংশ ভূমি নিয়ে উজিরপুর পৌর সদরের ব্যবসায়ী আলহাজ্ব মো. গোলাম মোস্তফা ও আমেরিকান প্রবাসী মো. মাহবুব আলম এন সাথে সাকুরা পরিবহন প্রাঃ লিঃ এর চেয়ারম্যান এম.হুমায়ুন কবিরের সাথে বিরোধ চলে আসছিলো। উক্ত রোধীয় জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে। দেওয়ানী মামলা নং ৪১/২০২৪।
বিরোধীয় জমিতে কোন প্রকার দখল বা স্থাপনা নির্মান করতে না পারে তারজন্য নিষেধাজ্ঞা চেয়ে বরিশালের উজিরপুর সহকারী জজ মিরাজুল ইসলাম রাসেল এর আদালত ২৫ মার্চ একটি আবেদন করে মো.গোলাম মোস্তফা। তার আবেদন আদালত আমলেনিয়ে ২৭ মার্চ আদালত আদেশ দেয়ন যে. বিরোধীয় ভূমিতে প্রবেশ করিয়া অত্রপক্ষের বে-দখল করিয়া কোন প্রকার গাছ গাছরা কাটিয়া বা মাটি কাটিয়া নিতে না পারে বা জমির প্রকৃত বা বর্তমান রূপ পরিবর্তন করিতে না পারে তস্মর্মে বিবাদীগনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয়েছে। এছাড়াও বিবাদীকে একটি নোটি দেয়াহয়, অত্র নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে। উক্ত বিরোধীয় জমিতে বাদি-বিবাদীকে স্ব-স্ব ভোগ দখলে থাকা এবং পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন আদালত। আগামী ২৯ এপ্রিল বিচারে জন্য দিন ধার্য্য করেন।
আলহাজ্ব মো. গোলাম মোস্তফা জানায়, আদালতের নির্দেশ অমান্য করে বিবাদী সাকুরা পরিবহন প্রাঃ লিঃ এর চেয়ারম্যান হুমায়ুন কবির জমি দখল করে ৪দিন ধরে সীমানার পাকার প্রাচীর নির্মান করছে। এ বিষয়ে অভিযুক্ত সাকুরা পরিবহন প্রাইভেট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আমি অন্যের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করেননি। আমার ক্রয়কিত সম্পত্তিতে আমি সীমানা প্রাচীন নির্মাণ করছি। এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আমার জানা নেই। আদালতের আদেশ আমার হাতে পেলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আদালতের নির্দেশনা মেনে কাজ করবো। উজিরপুর মডেল থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো.জাফর আহমেদ জানান, আমি আদালতের আদেশের কাগজ পেয়ে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে রেখেছি।#
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর, বরিশাল
২৪ এপ্রিল, ২০২৪, 7:11 PM

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা নামস্থানে সাকুরা পরিবহন প্রাইভেট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরদ্ধে আদালতে নিষেধাজ্ঞ অমান্য করে ৪ দিনধরে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে ব্যবসায়ী ও আমেরিকান প্রবাসীর দুজনের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা নামস্থানে ৮৬নং শিকারপুর মৌজার ২৩৩/২৩৫ নং খতিয়ানের ১৮৯,১৯০,১৯১,১৯২ নং দাগের ১ একর ৫ শতাংশ ভূমি নিয়ে উজিরপুর পৌর সদরের ব্যবসায়ী আলহাজ্ব মো. গোলাম মোস্তফা ও আমেরিকান প্রবাসী মো. মাহবুব আলম এন সাথে সাকুরা পরিবহন প্রাঃ লিঃ এর চেয়ারম্যান এম.হুমায়ুন কবিরের সাথে বিরোধ চলে আসছিলো। উক্ত রোধীয় জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে। দেওয়ানী মামলা নং ৪১/২০২৪।
বিরোধীয় জমিতে কোন প্রকার দখল বা স্থাপনা নির্মান করতে না পারে তারজন্য নিষেধাজ্ঞা চেয়ে বরিশালের উজিরপুর সহকারী জজ মিরাজুল ইসলাম রাসেল এর আদালত ২৫ মার্চ একটি আবেদন করে মো.গোলাম মোস্তফা। তার আবেদন আদালত আমলেনিয়ে ২৭ মার্চ আদালত আদেশ দেয়ন যে. বিরোধীয় ভূমিতে প্রবেশ করিয়া অত্রপক্ষের বে-দখল করিয়া কোন প্রকার গাছ গাছরা কাটিয়া বা মাটি কাটিয়া নিতে না পারে বা জমির প্রকৃত বা বর্তমান রূপ পরিবর্তন করিতে না পারে তস্মর্মে বিবাদীগনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয়েছে। এছাড়াও বিবাদীকে একটি নোটি দেয়াহয়, অত্র নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে। উক্ত বিরোধীয় জমিতে বাদি-বিবাদীকে স্ব-স্ব ভোগ দখলে থাকা এবং পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন আদালত। আগামী ২৯ এপ্রিল বিচারে জন্য দিন ধার্য্য করেন।
আলহাজ্ব মো. গোলাম মোস্তফা জানায়, আদালতের নির্দেশ অমান্য করে বিবাদী সাকুরা পরিবহন প্রাঃ লিঃ এর চেয়ারম্যান হুমায়ুন কবির জমি দখল করে ৪দিন ধরে সীমানার পাকার প্রাচীর নির্মান করছে। এ বিষয়ে অভিযুক্ত সাকুরা পরিবহন প্রাইভেট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আমি অন্যের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করেননি। আমার ক্রয়কিত সম্পত্তিতে আমি সীমানা প্রাচীন নির্মাণ করছি। এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আমার জানা নেই। আদালতের আদেশ আমার হাতে পেলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আদালতের নির্দেশনা মেনে কাজ করবো। উজিরপুর মডেল থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো.জাফর আহমেদ জানান, আমি আদালতের আদেশের কাগজ পেয়ে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে রেখেছি।#