বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা আনলো শ্রীলঙ্কা

#
news image

ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ জয়ের অপেক্ষায় থাকতে হলো স্বাগতিক বাংলাদেশকে। পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি ও চারিথ আসালাঙ্কার দারুণ ব্যাটিংয়ে টাইগারদের হারিয়ে সিরিজে ১-১ সমতায় এনেছে সফরকারীরা।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট ও ১৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ১১৩ বল খরচায় ১৩ চার ও ৩ ছক্কার সাহায্যে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে দুর্দান্ত জুটি গড়া চারিথ আসালাঙ্কা আউট হওয়ার আগে ৯৩ বলে ৯১ রান করেন।

ইনিংসের শুরুতেই শরিফুল-তাসকিন বোলিং দাপটে ওপেনার আভিষ্কা, কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমাকে আউট করলেও সেই দাপট শেষ পর্যন্ত টেকেনি লঙ্কানদের সামনে। নিশাঙ্কা ও আসালাঙ্কা ৪৩ রান থেকে দলকে টেনে নিয়ে যান ২২৮ রানে।

শেষের দিকে হাসারাঙ্গা ১৬ বলে ২৫ রানে ঝড়ো ইনিংস খেলেন। সর্বশেষ ৭ উইকেট হারিয়ে ৪৭.১ ওভার খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। বাংলাদেশের হয়ে তাসকিন-শরিফুল ২টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শূন্য রানে লিটনকে হারায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরি থেকে ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ বলে ৬৮ রান করেন সৌম্য সরকার।

এছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৯ বলে ৪০ রান, মুশফিকুর রহিম ২৮ বলে ২৫ রান, মিরাজ ১২, তানজিম হাসান সাকিব ১৮ রানের ইনিংস খেলেন। শেষদিকে তাসকিনের ১০ বলে ঝড়ো ১৮ রানে ভর করে ২৮৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট শিকার করেন হাসারাঙ্গা। এছাড়া দিলশান মাদুশাঙ্কা ২টি ও প্রামাদ ১টি করে উইকেট নেন।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ, ২০২৪,  12:15 AM

news image

ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ জয়ের অপেক্ষায় থাকতে হলো স্বাগতিক বাংলাদেশকে। পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি ও চারিথ আসালাঙ্কার দারুণ ব্যাটিংয়ে টাইগারদের হারিয়ে সিরিজে ১-১ সমতায় এনেছে সফরকারীরা।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট ও ১৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ১১৩ বল খরচায় ১৩ চার ও ৩ ছক্কার সাহায্যে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে দুর্দান্ত জুটি গড়া চারিথ আসালাঙ্কা আউট হওয়ার আগে ৯৩ বলে ৯১ রান করেন।

ইনিংসের শুরুতেই শরিফুল-তাসকিন বোলিং দাপটে ওপেনার আভিষ্কা, কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমাকে আউট করলেও সেই দাপট শেষ পর্যন্ত টেকেনি লঙ্কানদের সামনে। নিশাঙ্কা ও আসালাঙ্কা ৪৩ রান থেকে দলকে টেনে নিয়ে যান ২২৮ রানে।

শেষের দিকে হাসারাঙ্গা ১৬ বলে ২৫ রানে ঝড়ো ইনিংস খেলেন। সর্বশেষ ৭ উইকেট হারিয়ে ৪৭.১ ওভার খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। বাংলাদেশের হয়ে তাসকিন-শরিফুল ২টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শূন্য রানে লিটনকে হারায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরি থেকে ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ বলে ৬৮ রান করেন সৌম্য সরকার।

এছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৯ বলে ৪০ রান, মুশফিকুর রহিম ২৮ বলে ২৫ রান, মিরাজ ১২, তানজিম হাসান সাকিব ১৮ রানের ইনিংস খেলেন। শেষদিকে তাসকিনের ১০ বলে ঝড়ো ১৮ রানে ভর করে ২৮৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট শিকার করেন হাসারাঙ্গা। এছাড়া দিলশান মাদুশাঙ্কা ২টি ও প্রামাদ ১টি করে উইকেট নেন।