৩৫৭ রান করে খুদে ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

নাগরিক স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ, ২০২৪, 2:24 AM
৩৫৭ রান করে খুদে ক্রিকেটারের বিশ্ব রেকর্ড
ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির সংখ্য এখন পর্যন্ত ১১ টি। তবে জনপ্রিয় ৫০ ওভার খেলায় ট্রিপল সেঞ্চুরির দেখা পাননি কেউই। ভারতের অধিনায় রোহিত শর্শা এক ইনিংসে সর্বোচ্চ ২৬৪ রান করেছেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির দেখা না মিললেও স্কুল ক্রিকেটে এবার ঠিকই দেখা মিলল এক ইনিংসে তিন শতাধিক রানের। আর এই অসম্ভব কাজটি করে দেখালেন দক্ষিণ আফ্রিকার জশ অ্যান্ডারসন নামের এক কিশোর।
ত্রিনিদিহাউজ অনূর্ধ্ব-১৪ বি দলের হয়ে সেন্ট জোনস অনূর্ধ্ব-১৪ বি দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন জশ অ্যান্ডারসন। ১৬২ বলে অপরাজিত ৩৫৭ রান করেছেন এই ব্যাটার। -চ্যানেল২৪
৩৫৭ রানের দুর্দান্ত এই ইনিংসে সবমিলিয়ে ৬৫টি বাউন্ডারি খেলেছেন অ্যান্ডারসনে। যার মধ্যে তিনি ছক্কা হাঁকিয়েছেন ২৩টি। হয়তোবা চারশ রানের মাইলফলকও ছুঁতে পারতেন অ্যান্ডারসন। যদি না সে ৫০ ওভার খেলতেন। ইনিংসের ১১ ওভার বাকি থাকতে অর্থাৎ ৩৯ ওভারের সময় রিটায়ার্ড করে দলের অন্যদের ব্যাটিং করার সুযোগ করে দেন।
গত বছর গুটেং লায়ন্স অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক ছিলেন অ্যান্ডারসন। ইনডোর ক্রিকেটে গত বছর দক্ষিণ আফ্রিকার হয়েও প্রতিনিধিত্ব করেছেন। সবমিলিয়ে এই বয়সেই তার এমন সাফল্য বেশ সাড়া ফেলেছে প্রোটিয়া ক্রিকেটে।
অ্যান্ডারসনের ট্রিপল সেঞ্চুরির দিনে তার দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ৫৯১ রান। জবাবে খেলতে নেমে সেন্ট জোনস মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে ৪০৪ রানে বিশাল ব্যবধানে জয় পায় অ্যান্ডারসনের দল। যেখানে ক্রিশ্চিয়ান স্পার্কস একাই শিকার করেছেন ৭ উইকেট।
নাগরিক স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ, ২০২৪, 2:24 AM
ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির সংখ্য এখন পর্যন্ত ১১ টি। তবে জনপ্রিয় ৫০ ওভার খেলায় ট্রিপল সেঞ্চুরির দেখা পাননি কেউই। ভারতের অধিনায় রোহিত শর্শা এক ইনিংসে সর্বোচ্চ ২৬৪ রান করেছেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির দেখা না মিললেও স্কুল ক্রিকেটে এবার ঠিকই দেখা মিলল এক ইনিংসে তিন শতাধিক রানের। আর এই অসম্ভব কাজটি করে দেখালেন দক্ষিণ আফ্রিকার জশ অ্যান্ডারসন নামের এক কিশোর।
ত্রিনিদিহাউজ অনূর্ধ্ব-১৪ বি দলের হয়ে সেন্ট জোনস অনূর্ধ্ব-১৪ বি দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন জশ অ্যান্ডারসন। ১৬২ বলে অপরাজিত ৩৫৭ রান করেছেন এই ব্যাটার। -চ্যানেল২৪
৩৫৭ রানের দুর্দান্ত এই ইনিংসে সবমিলিয়ে ৬৫টি বাউন্ডারি খেলেছেন অ্যান্ডারসনে। যার মধ্যে তিনি ছক্কা হাঁকিয়েছেন ২৩টি। হয়তোবা চারশ রানের মাইলফলকও ছুঁতে পারতেন অ্যান্ডারসন। যদি না সে ৫০ ওভার খেলতেন। ইনিংসের ১১ ওভার বাকি থাকতে অর্থাৎ ৩৯ ওভারের সময় রিটায়ার্ড করে দলের অন্যদের ব্যাটিং করার সুযোগ করে দেন।
গত বছর গুটেং লায়ন্স অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক ছিলেন অ্যান্ডারসন। ইনডোর ক্রিকেটে গত বছর দক্ষিণ আফ্রিকার হয়েও প্রতিনিধিত্ব করেছেন। সবমিলিয়ে এই বয়সেই তার এমন সাফল্য বেশ সাড়া ফেলেছে প্রোটিয়া ক্রিকেটে।
অ্যান্ডারসনের ট্রিপল সেঞ্চুরির দিনে তার দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ৫৯১ রান। জবাবে খেলতে নেমে সেন্ট জোনস মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে ৪০৪ রানে বিশাল ব্যবধানে জয় পায় অ্যান্ডারসনের দল। যেখানে ক্রিশ্চিয়ান স্পার্কস একাই শিকার করেছেন ৭ উইকেট।