বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বাসে আগুন, মোটরসাইকেল আরোহীর মৃত্যু

#
news image

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসে আগুন, রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু। (১৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৮ টার দিকে জেলায় নগরকান্দা উপজেলার তালমা মোড়ের মাশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশনগরের বাসিন্দা। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। পরে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম নিহত হন। সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একজন মারা যায়। ঘটনার পর বাসটিতে আগুন লেগে গেছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মোটরসাইকেলের পেট্রোল থেকেই বাসে আগুন লাগে।

নিরঞ্জন মিত্র নিরু, ফরিদপুর

১৬ ফেব্রুয়ারি, ২০২৪,  6:03 PM

news image

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসে আগুন, রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু। (১৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৮ টার দিকে জেলায় নগরকান্দা উপজেলার তালমা মোড়ের মাশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশনগরের বাসিন্দা। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। পরে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম নিহত হন। সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একজন মারা যায়। ঘটনার পর বাসটিতে আগুন লেগে গেছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মোটরসাইকেলের পেট্রোল থেকেই বাসে আগুন লাগে।