জয়পুরহাট চিনিকলে ব্যবস্থাপনা পরিচালক বর্জ্য মিশ্রিত অপরিশোধিত পানি নিঃসৃত নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় আলোচনা সভা

আহসান হাবীব আরমান, জয়পুরহাট
১৩ ফেব্রুয়ারি, ২০২৪, 4:59 PM
জয়পুরহাট চিনিকলে ব্যবস্থাপনা পরিচালক বর্জ্য মিশ্রিত অপরিশোধিত পানি নিঃসৃত নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় আলোচনা সভা
দেশের বৃহত্তর জয়পরহাট চিনিকল ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে বর্জ্য শোধানাগার নির্মান না করেই চিনি উৎপাদন শুরু করে।সেই থেকেই এর বর্জ্যে দুষণ ঘটছে এলাকার পরিবেশ। চিনিকল থেকে একটি নর্দমার মাধ্যমে অপরিশোধিত বর্জ্য নিঃসৃত পানি অপসারণ করা হয়। এই ব্যাপারে জাতীয়সহ কয়েটি পত্রিকায় প্রকাশিত হলে চিনকল কর্তৃপক্ষ নিজস্ব জায়গায় ২০২০ সালে ৬ কোটি টাকা ব্যায়ে পানি শোধনাগর (ইটিপি) নির্মান করা হয়। ২০২৩-২০২৪ মাড়াই মৌসুমে পানি শোধন করে পরিস্কার পানি পৌরসভার ড্রেনে দেয়া হয়েছে। চিনিকলে ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান বর্জ্য পানি সংরক্ষন রাখা জন্য আমরা (ইটিপি) মাধ্যমে কারখানার ব্যবহৃত ঠান্ডা পানি রিসারকুলেশন কনডেনসেট মাধ্যমে দুষনরোধ বা পরিবেশ অবমুক্তকরন ও বর্জ্য পানি নিজস্ব ভুমিতে লেগুন বা পুকুরে আবদ্ধ করছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ব্যবস্থাপক সেলিম রেজা, লেবার অফিসার নাসির উদ্দিন, মাসুদ রানা, আঃ ওয়াহেদ, আশরাফুল ইসলাম, চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়েন সভাপতি আলী অকতার, সাধারন সম্পাদক আহসান হাবীব রুমেল প্রমূখ।
আহসান হাবীব আরমান, জয়পুরহাট
১৩ ফেব্রুয়ারি, ২০২৪, 4:59 PM
দেশের বৃহত্তর জয়পরহাট চিনিকল ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে বর্জ্য শোধানাগার নির্মান না করেই চিনি উৎপাদন শুরু করে।সেই থেকেই এর বর্জ্যে দুষণ ঘটছে এলাকার পরিবেশ। চিনিকল থেকে একটি নর্দমার মাধ্যমে অপরিশোধিত বর্জ্য নিঃসৃত পানি অপসারণ করা হয়। এই ব্যাপারে জাতীয়সহ কয়েটি পত্রিকায় প্রকাশিত হলে চিনকল কর্তৃপক্ষ নিজস্ব জায়গায় ২০২০ সালে ৬ কোটি টাকা ব্যায়ে পানি শোধনাগর (ইটিপি) নির্মান করা হয়। ২০২৩-২০২৪ মাড়াই মৌসুমে পানি শোধন করে পরিস্কার পানি পৌরসভার ড্রেনে দেয়া হয়েছে। চিনিকলে ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান বর্জ্য পানি সংরক্ষন রাখা জন্য আমরা (ইটিপি) মাধ্যমে কারখানার ব্যবহৃত ঠান্ডা পানি রিসারকুলেশন কনডেনসেট মাধ্যমে দুষনরোধ বা পরিবেশ অবমুক্তকরন ও বর্জ্য পানি নিজস্ব ভুমিতে লেগুন বা পুকুরে আবদ্ধ করছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ব্যবস্থাপক সেলিম রেজা, লেবার অফিসার নাসির উদ্দিন, মাসুদ রানা, আঃ ওয়াহেদ, আশরাফুল ইসলাম, চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়েন সভাপতি আলী অকতার, সাধারন সম্পাদক আহসান হাবীব রুমেল প্রমূখ।