ইঞ্জিন সংকট : পিছিয়েছে চট্টগ্রাম-কক্সবাজার কমিউটার ট্রেন চালু

বিশেষ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি, ২০২৪, 3:54 PM
ইঞ্জিন সংকট : পিছিয়েছে চট্টগ্রাম-কক্সবাজার কমিউটার ট্রেন চালু
ঢাকা : চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে কমিউটার ট্রেন চালুর উদ্যোগ রেলওয়েতে ইঞ্জিন সংকটের কারণে পিছিয়েছে। শিগগিরই এ রেলপথে নতুন ট্রেন চালু করা যাচ্ছে না। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন করে কমিউটার ট্রেন চালুর প্রস্তাব আছে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে নতুন ট্রেন চালু হওয়ার কথা ছিল। তবে ইঞ্জিন সংকটের কারণে তা শিগগিরই চালু হচ্ছে না। কবে নাগাদ চালু হবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত সদর দফতরের কোনও নির্দেশনা আমরা পাইনি।’রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বলেন, ‘কক্সবাজার রুটে দুই জোড়া আন্তনগর ট্রেন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করছে। এ দুটি ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছাড়া আর কোথাও থামছে না।
এ কারণে যাত্রীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কক্সবাজার রুটে এবার চট্টগ্রাম থেকে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা-যাওয়া করবে। মাঝখানে যেসব স্টেশন আছে সেগুলোতে থামবে এবং যাত্রীরা ওঠানামা করবেন। তবে রেলওয়েতে ইঞ্জিন সংকট আছে। এ কারণে নতুন ট্রেন চালু করতে বিলম্ব হচ্ছে।’কক্সবাজার রেললাইন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার।
বিশেষ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি, ২০২৪, 3:54 PM
ঢাকা : চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে কমিউটার ট্রেন চালুর উদ্যোগ রেলওয়েতে ইঞ্জিন সংকটের কারণে পিছিয়েছে। শিগগিরই এ রেলপথে নতুন ট্রেন চালু করা যাচ্ছে না। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন করে কমিউটার ট্রেন চালুর প্রস্তাব আছে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে নতুন ট্রেন চালু হওয়ার কথা ছিল। তবে ইঞ্জিন সংকটের কারণে তা শিগগিরই চালু হচ্ছে না। কবে নাগাদ চালু হবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত সদর দফতরের কোনও নির্দেশনা আমরা পাইনি।’রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বলেন, ‘কক্সবাজার রুটে দুই জোড়া আন্তনগর ট্রেন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করছে। এ দুটি ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছাড়া আর কোথাও থামছে না।
এ কারণে যাত্রীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কক্সবাজার রুটে এবার চট্টগ্রাম থেকে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা-যাওয়া করবে। মাঝখানে যেসব স্টেশন আছে সেগুলোতে থামবে এবং যাত্রীরা ওঠানামা করবেন। তবে রেলওয়েতে ইঞ্জিন সংকট আছে। এ কারণে নতুন ট্রেন চালু করতে বিলম্ব হচ্ছে।’কক্সবাজার রেললাইন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার।