ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালো অস্ট্রেলিয়া

#
news image

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিরা। মেলবোর্ন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। আগে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন কার্টি। ৮৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। চেজ ৬৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।

২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেড ৪ রান করে আউট হলেও ব্যাট চালাতে থাকে ক্যামরন গ্রিন ও ওপেনার ইনগ্লিস। ৪৩ বলে ৬৫ রান করে আউট হন ইনগ্লিস।

এরপর গ্রিন ও স্টিভেন স্মিথ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে ছুটতে থাকে অজিরা। গ্রিন ৬১ বলে এবং স্মিথ ৫৮ বলে ফিফটি পূরণ করেন। শেষ পর্যন্ত ক্যামরন গ্রিনের ১০৪ বলে ৭৭ এবং স্টিভেন স্মিথের ৭৯ বলের অপরাজিত ৭৯ রানে ভর করে ৩৮ দশমিক ৩ ওভারে আট উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন জাভিয়ার বার্টলেট। এ ছাড়াও শন অ্যাবট ও ক্যামরন গ্রিন দুটি করে উইকেট নেন। এক উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২৪,  9:49 PM

news image

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিরা। মেলবোর্ন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। আগে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন কার্টি। ৮৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। চেজ ৬৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।

২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেড ৪ রান করে আউট হলেও ব্যাট চালাতে থাকে ক্যামরন গ্রিন ও ওপেনার ইনগ্লিস। ৪৩ বলে ৬৫ রান করে আউট হন ইনগ্লিস।

এরপর গ্রিন ও স্টিভেন স্মিথ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে ছুটতে থাকে অজিরা। গ্রিন ৬১ বলে এবং স্মিথ ৫৮ বলে ফিফটি পূরণ করেন। শেষ পর্যন্ত ক্যামরন গ্রিনের ১০৪ বলে ৭৭ এবং স্টিভেন স্মিথের ৭৯ বলের অপরাজিত ৭৯ রানে ভর করে ৩৮ দশমিক ৩ ওভারে আট উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন জাভিয়ার বার্টলেট। এ ছাড়াও শন অ্যাবট ও ক্যামরন গ্রিন দুটি করে উইকেট নেন। এক উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।